Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চালকদের মাদকাসক্তি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ হাতে নিতে যাচ্ছে ডিএনসিসি। এর মধ্যে চালকদের ডোপ টেস্ট (মাদকাসক্তি পরীক্ষা) বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএনসিসির নেয়া নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মেয়র বলেন, চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। ডোপ টেস্ট ও টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো চালক রাস্তায় নামতে পারবে না। বাস চালাতে পারবে না।
গতকাল দুপুরে উত্তর সিটির মেয়রের কার্যালয়ে এই বৈঠকে গত দুই সপ্তাহের অগ্রগতি এবং শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার পর মে মাসের শুরুতে আবার বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে নতুন করে আন্দোলনের কোনো কর্মসূচি দেয়া হয়নি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বৈঠকে অংশ নেন। এ ছাড়াও বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। বিআরটিএকে দালালমুক্ত করা, চুক্তিভিত্তিক গাড়ি চালানোর পরিবর্তে চালকদের বেতন কাঠামোর আওতায় আনা, বাস স্টপেজ, রোড সাইন সচল করা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো, ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালানোতে নিষেধাজ্ঞা আরোপ, ফুটওভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং ব্যবহারে জোর দেয়ার মতো দাবিগুলো অন্যতম।
এসব দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমরা বিআরটিএকে দালালমুক্ত করতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছি। আমরা ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তারা সার্বক্ষণিকভাবে বিআরটিএতে কাজ করছে এবং অনেক দালালকে শাস্তি দিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ