রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া বলেছেন, শেখ হাসিনার সরকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এবং মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে খেলাধুলাকে চাঙ্গা করে রেখেছেন। তিনি বুধবার বিকেলে দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোস্তাফিজুর রশিদ খোকন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বাবু বাদল রায়। মামুন চেয়ারম্যানের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন সেলিম মাস্টার সাবেক ছাত্রনেতা বিল্লালুর রশিদ দোলন, প্যানেল মেয়র রকিব উদ্দিন, দাউদাকন্দি ক্রীড়া সংস্থার সেক্রেটারী টাইগার খোরশেদ সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।