Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মংলায় রাস্তা দখলের চেষ্টা : তীব্র উত্তেজনা

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মংলা শহরের পূর্ব কবরস্থান এলাকার বিবদমান জমির আল আকসা মসজিদ বাইপাশ সড়ক দখলের অভিযোগ উঠেছে। এনিয়ে দু’ গ্রæপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও শহিদুল-রাশিদা গ্রæপ বিবদমান জমিতে সীমানা প্রাচীর ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করলে এ উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করে। এ ব্যাপারে প্রতিপক্ষ মনির হোসেন বাদি হয়ে মংলা থানায় অভিযোগ দায়ের করেছে। 

থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মংলা শহরের পূর্ব কবরস্থান সড়কে শেলাবুনিয়া মৌজার এস এ ১৪/১৫ খতিয়ানের ৬৫ নং দাগে পৈত্রিক ও ক্রয়কৃত সাড়ে ২৭ শতক জমিতে মনির হোসেন বাড়ি ঘর নির্মাণ করে ধীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। একই দাগ খতিয়ানের জমিতে শহিদুল-রাশিদা শরিকরা ১০ শতক জমির মালিকানা থাকার দাবি করে মনির হোসেনকে বাড়ি সংলগ্ন আল আকসা জামে মসজিদ বাইপাশ সড়ক নির্মাণে বাঁধা প্রদান করে । এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। এক পর্যায়ে রাশিদা চলতি বছরের ২০ জানুয়ারি বাগেরহাট আদালতে (মিস০২/১৯ মংলা) ১৪৪ ধারায় মামলা করেন এবং ওই মামলায় রাশিদা স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রাপ্ত হয়। স্থানীয় পুলিশ এ জমিতে সকল প্রকার স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও উল্টো শহিদুল-রাশিদা গ্রæপ ওই বিবদমান জমিতে মনির হোসেনের বাড়ির সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলে সরকারি রাস্তা দখলের চেষ্টা করেন । তারা আদালতের স্থিতির আদেশ উপেক্ষা করে মনিরের সীমানায় ঢুকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে । এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে। এ ব্যাপারে রাশিদা বেগম জানান, আমাদের জমিতে আমরা কাজ করছি। এতে সমস্যা কি ? অন্যের অংশে আমরা যাইনি।
অপরদিকে মনির হোসেন জানান, তারাই আদালতে মামলা করে নিষেধাজ্ঞা জারী করিয়েছে। আবার তারাই আদালতের সেই নিষেধাজ্ঞা মানছেনা। তারা বিরোধপূর্ণ জমিতে কাজ করছে এবং গত ২২ মার্চ আমার সীমানার দেয়াল ভেঙ্গে দিয়েছে। এখন আমি বিষয়টি লিখিত ভাবে পুলিশকে অভিহিত করেছি এবং বিচার চেয়ে আদালতকেও অভিহিত করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ