Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝরছে গুটি : আম উৎপাদনে শঙ্কা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মাগুরা জেলার ৪ উপজেলায় এবার আমের ফলন আশাতীত হচ্ছে না। অন্যবারের তুলনায় এবার আম গাছে মুকুলের পরিমান কম হয়েছে তার ওপরে প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় আমের গুটি ধরে কম। তাছাড়া যা কিছু আমের গুটি আছে তাও ঝরে পড়ছে। ফালে অন্যবারের তুলনায় আমের ফলন অনেক কম হবে বলে আম বাগানের মালিকরা মনে করছেন। কৃষি বিভাগের তথ্যমতে মাগুরা জেলায় মোট ১ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪৫০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৩২৫ হেক্টর, মহম্মাদপুর উপজেলায় ১৭৫ হেক্টর এবং শালিখা উপজেলায় ৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়। যার থেকে হেক্টর প্রতি ২০ মেট্রিক টন আম উৎপাদন হয় বলে কৃষি সম্প্রসারণ বিভাগের থেকে জানান হয়। বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায় ভিত্তিতে আমের চাষ শুরু হয়েছে। তবে আমের পরিচর্যার ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় মাগুরার আম চাষিরা প্রতি বছরই ক্ষতির সম্মুখিন হচ্ছে। প্রতি মৌসুমে আম গাছের মুকুল দেখা দিলেও শেষ পর্যন্ত এ মুকুল থেকে পরিচর্যা জ্ঞান না থাকা এবং কৃষি বিভাগের এ ব্যাপারে কোন পরিকল্পনা না থাকায় কৃষকদের ভাগ্যে আম জোটেনা। এবার অধিকাংশ গাছে আমের গুটি অন্যবারের তুলনায় কম। আম মানুষের কাছে খুব প্রিয় ফল এবং এর থেকে আর্থিকভাবে লাভবান হয় বাগান মালিকরা। আর এ জন্যে আম চাষে উৎসাহী হয়ে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় আমের বাগান গড়ে তুলেছে। বিশেষ করে মাগুরায় ফজলী, ল্যাংড়া, হীম সাগর, আ¤্রপালী, গোপাল ভোগ, বোম্বাই, লাখনাই. তোষা প্রভৃতি জাতের আমের আবাদ হয়। জেলার শত্রæজিৎপুর, বিনোদপুর, কুচিয়ামোড়া, ইছাখাদা, হাজরাপুর, রাঘবদাইড়. খালিমপুর, আলাইপুর, হাজীপুর, রাওতড়া, কাশীনাথপুর, বরিশাট, বারইপাড়া, শ্রীকোল, কানুটিয়া, গ্রামে আমের বাগান গড়ে উঠছে। আম চাষীরা এবার আমের গুটির ব্যপকতা দেখে উৎফুল্ল হয়ে নানান স্বপ্ন দেখেন। কিন্তু আমের গুটি ছোট অবস্থায়ই ঝরে পড়ায় তাদের আশায় বালী পড়ে প্রায় প্রতি বছর। এবার উৎপাদন কম হবে। আম গাছের নিচে গেলে শুধু ঝরে পড়া আমের গুটি দেখা যায়। এ গুটি আম কোন কাজে অসছেনা। গাছ মালিকের সামনে তার ফলান আম ঝরে যায় কিন্তু কি করে আমের গুটি রক্ষা করা যায় সে ব্যাপরে তাদের অনেকেরই কোন জ্ঞান নেই। সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করতে এবং আমের চাষকে উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ বিভাগকে তাদের ওপর দেয়া সরকারি দায়িত্ব যতাযথ ভাবে পালন করা জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করেণ। আনুষ্ঠানিকতার মধ্যে কার্যক্রম বন্ধী করে না রেখে মাঠ পর্যায়ে কৃষি বিভাগকে কাজ করতে হবে কৃষকদের স্বার্থে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ