Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে টেক্সটাইলে অগ্নিকাণ্ডে নিহত ৩

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

নরসিংদী স্টাফ রিপোর্টার : নরসিংদীর শীলমান্দিতে পাকিজা গ্রুপের মম টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পাকিস্তানি নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

নিহত ব্যক্তিরা হলেন—পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪০), কারখানার শ্রমিক রমজান মিয়া (৪০) ও বাবুর্চি সেলিম মিয়া (৩৫)।

আজ শনিবার সকাল ৭টার দিকে টেক্সটাইলের কেমিকেলের গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানা সূত্রে জানা যায়, কারখানার প্রশাসনিক ভবনের নিচতলায় কেমিকেলের গোডাউনে সকাল ৭টায় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের উপর থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জেলা হাসপাতালে একজনকে ও সদর হাসপাতালের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ