প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং রম্যা কৃষ্ণন প্রায় দুই দশক পর আবারো একসঙ্গে কাজ করতে চলেছেন। সব শেষ এই তারকা যুগলকে দেখা গিয়েছিল ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়। এবার ‘উরিয়ানথা মনিথন’ নামে একটি তামিল সিনেমায় ফের স্ক্রিন শেয়ার করছেন তারা। খবর রয়েছে সিনেমাটি শুধু তামিলই নয়, হিন্দি ভাষাতেও দেখতে পাবেন দর্শক। দুই ভাষার এ চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্বে আছেন তামিলবণন।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা গেছে এ মাসের প্রথম দিকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। অমিতাভ বচ্চনের কাছে নির্মাতা ৪০ দিন সময় চেয়েছিলেন। কিন্তু বিগ বি সেটা দিতে পারেননি। কেননা তার ক্যালেন্ডার একদমই ফাঁকা ছিলো না। ছবিটির জন্য অমিতাভ ৩৫ দিন সময় দিয়েছেন নির্মাতাকে। এতেই বেশ খুশি তামিলবণন।
সম্প্রতি সিনেমাটির পরিচালক জানিয়েছেন, তামিল সিনেমায় এটাই অমিতাভ বচ্চনের প্রথম কোনো বড় কাজ। বাহুবলী খ্যাত অভিনেত্রী রম্যার সঙ্গে তিনি আগেও কাজ করেছেন। ওদের দুজনকে এক সঙ্গে পর্দায় দেখাটা সত্যি দর্শকের পক্ষে সৌভাগ্যের। দুজনের চরিত্র দু'টিই অসম্ভব ভালো। আর এমন উঁচুদরের দুজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারাটাও আমার জন্যও কম সৌভাগ্যেও নয়। আপাতত আমরা মুম্বইতে অমিতাভদের নিয়ে শুটিং করছি।’
এদিকে চলতি সপ্তাহের প্রথম দিকে অভিনেতা তথা চিত্রনির্মাতা এস যে সূর্য, যিনি এই সিনেমার মুখ্য চরিত্রেও রয়েছেন, তিনি টুইটারে অমিতাভের লুক শেয়ার করেছিলেন।
সূর্য টুইটারে অমিতাভের স্থিরচিত্র শেয়ার করে লিখেছিলেন, ‘আমার জীবনের চরমতম আনন্দের মুহূর্তে। ঈশ্বর ও পিতামাতাকে ধন্যবাদ আমার এমন স্বপ্ন তারা পূরণ করলেন। এমন স্বপ্ন আমি কোনো দিন হয়তো দেখার সাহসই পাইনি।’
এই অভিনেতা আরো বলেন, ‘আমি যখন সহকারী পরিচালক হিসেবে শোবিজে পাঁ রাখিনি, তখন থেকেই স্বপ্ন দেখতাম এক দিন আমি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করবো। আর যখন সেটা সত্যি বাস্তব হচ্ছে আমার শিরা উপশিরা দিয়ে যেন রক্ত দ্বিগুণ জোরে বইছে। এমন একজন অভিনেতার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে অভিনয় করতে হবে বলে আবার কিছুটা নার্ভাসও লাগছে।’
সেই সঙ্গে তার সঙ্গে অভিনয়ের জন্য বিগ বিকে ধন্যবাদ দিতেও ভুল করেননি এই সূর্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।