Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোয়ানুর প্রভাবে নদনদীতে পানি বৃদ্ধি, শরণখোলার বেড়িবাঁধে ভাঙন, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বাগেরহাটের শরণখোলার নদরদীতে স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বলেশ্বরের প্রবল ঢেউ এবং জলোচ্ছ্বাসে উপজেলার ৩৫/১ পোল্ডারের বেড়ি বাধের সাউথখালী ইউনিয়নের বেশ কয়েকটি অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তিন দিনধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। বেড়ি বাধের বাইরে সববাসকারী খোন্তাকাটা, রায়েন্দা ও সাউখালী ইউনিয়নের প্রায় ৩ তিন হাজার বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, রোয়ানু ধেয়ে আসার খবর শুনে শুক্রবার বিকেল থেকেই মানুষ সাইক্লোন শেল্টারে যেতে শুরু করেছে। বলেশ্বর নদের কাছাকাছি বসবাসরত প্রায় ৫-৬ হাজার মানুষ ওই রাতে উপজেলার বিভিন্ন শেল্টারে অবস্থান করে বলে উপজেলা প্রশাসন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল জানান, উপজেলার সকল সরকারি-বেসরকারি ও স্বেচ্ছ্বাসেবী সংগঠনের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদের নিয়ে ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক একাধিক জরুরী সভা করা হয়েছে। রোয়ানু মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। স্বার্বক্ষণিক যোগাযোগের জন্য উপজেলায় একটি কন্ট্রলরুম খোলা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকালার লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। শুক্রবার থেকে উপজেলা প্রশাসন ও সিপিবির কর্মীরা সতর্কতামূলক মাইকিং অব্যাহত রেখেছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, তার ইউনিয়নের উত্তর সাউথখালী ও বগী এলাকার বেড়িবাধের তিনটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় তা সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেড়ি বাধের বাইরে বসবাসকারী তার এলাকার সব মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ