Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রোয়ানুর কবলে ‘বাংলার শিখা’ : সহযোগিতা চেয়ে নৌবাহিনীর কাছে বার্তা

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে উত্তাল সাগরে বিকল হয়েছে জাতীয় পতাকাবাহি জাহাজ ‘বাংলার শিখা’। নোঙ্গরঁছেড়া বিকল জাহাজটিকে নিরাপদে সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে উত্তাল সাগরে ঘূর্নিঝড়ের কবলে পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার শিখার দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। শনিবার দুপুরের কিছু আগে বর্হিনোঙরের আলফা অ্যাংকরেজে এমভি বাংলার শিখা অবস্থান করছিল বলে জানান বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর এইচ আর ভুইয়া। তিনি বলেন, জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়ার জন্য বন্দর ও নৌবাহিনীর টাগবোটের সহায়তা চাওয়া হয়েছে। এইচ আর ভূইয়া জানান, জাহাজটি বর্হিনোঙরে নোঙরের করার সময় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। সমুদ্রে অতিরিক্ত ঢেউয়ের কারণে জাহাজটির নোঙর মাটি আকঁড়ে রাখতে পারছিল না। জাহাজটি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে বেলা সোয়া দুইটার দিকে তিনি জানান। জাহাজটিতে কতজন নাবিক রয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ঘূর্নিঝড় রোয়ানু’র আঘাতের অগ্রিম প্রস্তুতি হিসেবে বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলোকে বহিনোঙরে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। সাধারণত ঘুর্নিঝড়ের সময় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদ স্থানে নিয়ে ইঞ্জিন চালু রেখে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। বন্দরের বর্হিনোঙরে এখন ১২৭টি জাহাজ রয়েছে বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ