Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিএম কাদেরের পদ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদেরকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতার পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল জাতীয় পার্টি ঐক্যজোটের ব্যানারে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তরা জিএম কাদেরকে পুরনায় দলের দায়িত্ব দিয়ে এরশাদের রাজনীতি এগিয়ে নেয়ার আহŸান জানানো হয়।
জাতীয় পার্টি ঐক্যজোটের সভাপতি শফিউল্লাহ শফি বলেন, দলের দুঃসময়ে অর্থাৎ এইচ এম এরশাদ ক্ষমতা থেকে পদত্যাগ করার পরে কারারুদ্ধ হন। তখন জিএম কাদের চাকরি থেকে অব্যহতি নিয়ে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। এরশাদ মুক্তির আন্দোলনেও তার রয়েছে উজ্জ্বল ভূমিকা। তিনি বলেন, জি এম কাদের দলের ত্যাগী, মেধাবী ও বলিষ্ঠ নেতাদের নিয়ে সুস্থ ধারার রাজনীতি শুরু করেছেন। এ সময় দলের ভেতরে লুকিয়ে থাকা হাতেগোনা কয়েকজন সুবধিাবাদী নেতার ষড়যন্ত্রে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। জিএম কাদেরকে পদায়ন না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ