Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় রোয়ানু : তজুমদ্দিনসহ বহু গ্রাম লণ্ডভণ্ড

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ভোলার তজুমদ্দিনে রেখা বেগম (৩৫) ও আকরাম (১২) নামে দু'জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তজুমদ্দিন উপজেলা শহরসহ আশপাশের গ্রামগুলো। কয়েক হাজার কাচা ঘরবাড়ি, দোকানপাট বিধ্বস্ত হয়েছে। শশীগঞ্জ বাজারের অন্তত দুই শতাধিক দোকানপাট বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙেছে। এছাড়া ভোলার চরাঞ্চল কয়েক ফুট পানিতে তলিয়ে গিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। এখনো গুড়ি গুড়ি বৃষ্টির সাথে থেমে থেমে দমকা বাতাস বইছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশ উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ