Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ে বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, উপড়ে গেছে অসংখ্য গাছপালা।
এদিকে, ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গুরুদাসপুরে গাছ চাপায় সাথী খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাথী গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
জানা যায়, মঙ্গলবার শেষ বিকালে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে জোয়াড়ী, নদজোয়াড়ী, আহম্মেদপুর, হারোয়াসহ বিভিন্ন এলাকায় কমপক্ষে ২৫টি বাড়ি ভেঙে পড়েছে। একই সঙ্গে আরো বেশ কিছু বাড়িঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া আহম্মেদপুরসহ কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁিট ও গাছপালা ভেঙ্গে পড়লে গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। তবে বিদ্যুৎ কর্মীদের তৎপরতায় প্রায় ২২ ঘন্টা পর বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ