Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে আকস্মিক বন্যা

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে নদী ও পাহাড়ি ছড়ার বাঁধ ভেঙ্গে প্লাবিত হচ্ছে জেলার জুড়ী, বড়লেখা ও কুলাউড়ার অধিকাংশ গ্রাম।

পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় তিন লক্ষাধিক মানুষ। গত দুদিনের অতিবৃষ্টিতে জুড়ীর জায়ফর নগর ইউনিয়নের পাহাড়ি টিলা ধসে পাহাড়ের পাদদেশে থাকা লোকজনের বসত ঘর ভেঙ্গে আহত হয়েছেন প্রায় ১৫ জন বাসিন্ধা। আর ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর। মারাত্মক ঝুঁকিতে ওই এলাকার লোকজন বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন অন্যত্র। ভারি বর্ষণে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে বড়লেখার কয়েকটি এলাকা। দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় দোকানের মালামাল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বাসা বাড়ি, রাস্তাঘাট ও ঘরে ডুকেছে পানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ