Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

‘জাপায় বিভক্তি নেই’ দাবি রওশনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই দাবি করে বিরোধী দলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, এরশাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে কোনো বিভেদ নেই। উনার যে কোনো সিদ্ধান্ত পার্টির সবাই মেনে নেন। স¤প্রতি জাপার বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেন রওশন এরশাদ। গতকাল মঙ্গলবার জাপার কাকরাইল কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে দীর্ঘদিন পর পার্টির সিনিয়র নেতারা এক মঞ্চে উপস্থিত হন।
সমাবেশে এরশাদের মামলা প্রত্যাহার প্রসপঙ্গ রওশন বলেন, এরশাদের বিরুদ্ধে সকল মামলা রাজনৈতিক। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে করে তিনি মাথা উঁচু করে রাজনীতি না করতে পারেন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। চক্রান্তকারীদের কারণে কয়েক বছরের মাথায় তাকে জীবন দিতে হয়েছে। এরশাদের শাসনামলেই দেশে প্রকৃত উন্নয়ন হয়েছে। তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে।
যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ