Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিজাইডিং অফিসারের লাশ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ১২:১৬ এএম, ৩ এপ্রিল, ২০১৯

সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে প্রত্যন্ত চরাঞ্চল চরকিশোরগঞ্জ থেকে উপজেলা সদরে ফেরার পথে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যসহ ১৭জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর প্রিজাইডিং অফিসার বোরহানউদ্দিনের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরি দল। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চরকিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার মেঘনা নদীর মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে মহিলা আনসার সদস্য রিতা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রলারডুবির ঘটনায় নিহত বোরহান উদ্দীন চরকিশোরগঞ্জ এলাকার চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মেঘনাঘাট শাখার ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক। তার বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার হাবিবপুর গ্রামে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে।এদিকে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া। তাকে উদ্ধারের জন্য এখনও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, মেঘনা নদীতে নিখোঁজের দুদিন পর প্রিজাইডিং অফিসার বেরহানউদ্দিনের লাশ উদ্ধার হয়েছে। তবে ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ্য, ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গ্রহণ শেষে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় একটি ট্রলার। এতে প্রিজাইডিং অফিসার বোরহান উদ্দীন, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই সেলিম মিয়া ও নারী আনসার সদস্য রিতা নিখোঁজ হন। পরে সোমবার সকালে চরহোগলা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে রিতার লাশ ভেসে উঠে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রিজাইডিং অফিসার বোরহানউদ্দিনের লাশ উদ্ধার হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ