Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩০) এক ব্যাক্তি নিহত হয়েছে। ঘটনায় এক নারীসহ দুই জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে লেংড়ার দোকান এলাকার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলো, ওই বাড়ির রিয়াজ উদ্দিনের স্ত্রী সোনিয়া আক্তার ও রবি উল্যার ছেলে ইব্রাহিম। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়ির লোকজন জানায়, রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত আবুল কালামের বাড়িতে প্রবেশ করে। পরে ডাকাতদল ইব্রাহিমের ঘরে প্রবেশ করলে ঘরের লোকজন তাদের বাধা প্রদান করে। এতে ডাকাতরা কুপিয়ে ২জনকে জখম করে। এসময় তাদের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক ও গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরিকালে গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ