Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেনার দায়ে চুরি শুরুতেই ৫ লাখ!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দেনার দায়ে জর্জরিত মো. মহিউদ্দিন (২৮) চুরি শুরু করে। আর প্রথম দিনেই চুরি করলেন ৫ লাখ টাকা। তবে সিসিটিভি দেখে এক সপ্তাহের মাথায় তাকে পাকড়াও করে পুলিশ। তার বাসা থেকে উদ্ধার হয় ব্যাংক থেকে কৌশলে চুরি করা ৫ লাখ টাকা।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সোমবার রাত থেকে টানা অভিযানে গতকাল মঙ্গলবার দুপুরে মহিউদ্দিনের বানিয়াটিলার বাসা থেকে চুরির টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন স্বীকার করেন, রেয়াজুদ্দিন বাজারে ক্ষুদ্র পাইকারী ব্যবসা করতে গিয়ে দেনার ভারে জর্জরিত হন তিনি। দেনাদারের দায় মেটাতে আত্মীয়-স্বজনদের কাছে হাত পাতেন। তাতে ব্যর্থ হয়ে চুরির পথে নামেন তিনি।
২৫ মার্চ রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী জালাল আহমদ সিটি ব্যাংক নগরীর জুবিলী রোড শাখায় ৫ লাখ টাকা জমা দিতে যান। এ সময় হঠাৎ একটি ফোন আসায় ফোনে কথা বলায় ব্যস্ত হয়ে পড়লে মহিউদ্দিন কৌশলে তার ব্যাগটি নিয়ে কেটে পড়ে। পরবর্তীতে ব্যাংকের সিসিটিভি ফুটেজ ধরে তাকে শনাক্ত করা হয়। মো. মহিউদ্দিন সাতকানিয়া উপজেলার রূপকানিয়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র। তার বাসা নগরীর কোতোয়ালী থানার বানিয়া টিলা এলাকায়।
৩ ছিনতাইকারী গ্রেফতার
নগরীর হালিশহর থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (২৩), রেজা শাহ পাহালবী ওরফে লিয়ন (২৬) ও সৈকত চন্দ্র শীল (২৪)। গত রোববার বিকেলে হালিশহর বি-ব্লক এলাকায় নাহিদুল ইসলাম ও মো. রুবেল নামে দুইজনের কাছ থেকে তিনটি মোবাইল, নগদ টাকা, ডলারসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালায়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ