Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ এপ্রিল যুক্ত হচ্ছে আরো ১২টি ট্রেন

টিকিট কাটতে এনআইডি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা চালুর পর অর্ধলাখেরও বেশি যাত্রী এ ব্যবস্থায় যাতায়াত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ট্রেনে এনআইডি দিয়ে টিকিট কাটার ব্যবস্থা শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এপ্রিল মাস পর্যন্ত দেশের মোট ছয়টি ট্রেনের টিকিট এই পদ্ধতিতে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, এ বছরের মধ্যেই দেশের সব ট্রেনে এ ব্যবস্থা চালু করা হবে। এর ধারাবাহিকতায় আগামী ১৫ এপ্রিল থেকে আরো ১২টি ট্রেনে এনআইডি দিয়ে টিকেটিং ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সূত্র জানায়, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে টিকিট দেওয়া হচ্ছে। আর বিদেশি পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে টিকিট নেওয়ার সুবিধা পাচ্ছেন। রেলওয়ের হিসাবে এনআইডি ব্যবস্থা প্রবর্তনের পর ৬৩ হাজার যাত্রী জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকিট কেটেছেন। এ পদ্ধতিতে দুই লাখ ৭৭ হাজার ১৪০টি টিকিট বিক্রি করা হয়েছে। রেলওয়ে ই-সেবার মাধ্যমে যাত্রা করেছেন এখন পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৭৫৬ জন যাত্রী। ট্রেন টিকিটে এনআইডি ব্যবস্থা প্রবর্তন সফল হওয়ায় এখন রেলওয়ে এর পরধি আরও বাড়াচ্ছে। শুরুতে সোনার বাংলার পর এনআইডি দিয়ে টিকিট চালু হয় সুবর্ণ, পারাবত, পদ্মা, দ্রুতযান ও চিত্রা এক্সপ্রেসে।
জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে রাজশাহীগামী ধুমকেতু, সিল্কসিটি, খুলনাগামী সুন্দরবন, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, চিলাহাটি গামী নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রেলপথে চলাচলকৃত সীমান্ত এক্সপ্রেস, ঢাকা-সিলেট রেলপথের উপবন, সিলেট-চট্টগ্রাম রেলপথের উদয়ন এক্সপ্রেস, ঢাকা-নেত্রকোনার হাওর এক্সপ্রেস, দেওয়নগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা জানান, ট্রেনের টিকিট কালোবাজারি শুন্য পর্যায়ে নামিয়ে আনতে তারা দেশের সবকটি ট্রেনে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কাটার ব্যবস্থা প্রবর্তন করতে চান। ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনের টিকিট জাতীয় পরিচয়পত্র দিয়ে কাটার ব্যবস্থা চালু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ