Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওয়া কাঁঠালবাড়ী নৌ ও ফেরি রুট সচল রাখতে নৌ-প্রতিমন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

যে কোন উপায়ে মাওয়া-কাঁঠালবাড়ী নৌ ও ফেরি রুট সচল রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
গতকাল মুন্সিগঞ্জের মাওয়া এবং মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি। এসময় অন্যান্যের মধ্য সংস্থার চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, পদ্মা সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মাওয়া ঘাটটি ২৯ একর জমির ওপর নির্মিত। এখানে ৪টি লঞ্চ, ৪টি ফেরি ও একটি স্পীডবোট ঘাট রয়েছে। প্রতিদিন মাওয়া কাঁঠালবাড়ী রুটে ১৩০০ থেকে ১৫০০ গাড়ির মাধ্যমে প্রায় এক লাখ যাত্রী পারাপার হয়। এ পথটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশ দ্বার। মাওয়াতে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ এবং ২৫০ টি স্পীডবোট চলাচল করে। মাওয়া থেকে কাঁঠালবাড়ীর নৌপথের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। কাঁঠালবাড়ী (ইলিয়াছ আহমেদ চৌধুরী ঘাট) ঘাটটি ২৪ একর জমির ওপর নির্মিত।
প্রতিমন্ত্রী লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন। মাওয়া (শিমুলিয়া) কাঁঠালবাড়ী ফেরিরুটে ফেরি ও নৌচলাচল নির্বিঘ্ন রাখতে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকার দুই কিলোমিটার ভাটিতে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি বিকল্প চ্যানেল তৈরির জন্য বিআইডবিউটিএ নিজস্ব ড্রেজার দিয়ে গত ২৭ ফেব্রুয়ারির থেকে ড্রেজিং শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ