Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের ইসলামবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ

ওয়ায়েজিনের ওপর করারোপ ও মাহফিলে বিধিনিষেধে পীর সাহেব চরমোনাইর প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ওয়ায়েজিনের উপর করারোপ এবং ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ আলেমদের ওয়াজে বাধা নিষেধের প্রস্তাবনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ওয়ায়েজিনের উপর করারোপ এবং কতিপয় বক্তাদের ওয়াজে বাধা সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।
পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামবিরোধী কোন শক্তির ইন্ধনে সরকার তা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ওলামায়ে কেরামের টুঁটি চেপে ধরতে সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে তা সরকারের জন্য সুখকর হবে না। ৯২ ভাগ মুসলমানের দেশে ওলামায়ে কেরামকে ইসলামের কথা বলতে বাধা বা করারোপ করে তাদের লাগাম টেনে ধরার যে চক্রান্ত হচ্ছে এ ধরনের চক্রান্তে সরকার পা দিলে সরকারের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না বরং এতে করে সরকারের বিরুদ্ধে জনমত চলে যাবে। সরকার এ ধরনের চক্রান্তে পা দিলে দেশময় আন্দোলন গড়ে উঠবে।
পীর সাহেব বলেন, এই সমস্যা সমাধানে সরকার যদি আন্তরিক হয় তাহলে শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে ওয়াজ মাহফিলে বিশৃংখলা বন্ধ করা প্রয়োজন। ওলামায়ে কেরামের অংশ গ্রহণ ছাড়া শুধুমাত্র সরকারি তত্ত্বাবধানে করলে সে ক্ষেত্রে এটি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামের সহযোগিতায় একটি নীতিমালা প্রণয়ন করে কাজ করতে পারলে সরকার প্রশংসিত হবে, সেইসাথে ইসলামের স্বকীয়তা রক্ষা হবে।
গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়ার ফজলুল উলুম মাদরাসার খতমে বোখারী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, কতিপয় আলেম না জেনে বুঝে আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেন। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ইসলামী রাজনীতি সম্পর্কে পীর সাহেব বলেন, কোন তাগুতি শক্তি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ইসলামী আন্দোলন ব্যবহার হবে না। তিনি বলেন, আজীবন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জানমাল কুরবানী করে কাজ করে যাব ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ