Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাপ সৃষ্টি করে বক্তাদের কন্ঠ স্তব্ধ করা যাবে না

খেলাফত আন্দোলনের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ওয়াজ মাহফিলে বক্তাদের উপর নজরদারী উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী।
গতকাল এক বিবৃতিতে তারা বলেছেন, শত শত বছর যাবৎ এদেশে ওলামায়ে কেরামা ওয়াজ-নসিহতের মাধ্যমে জন সাধারণকে আল্লাহ ও তার রাসূল (সা.) এর আনুগত্বের দিকে হকের পথে দাওয়াত দিয়ে আসছেন। আউলিয়ায়ে কেরাম ও দ্বীনের দাঈ গণের মেহনতেই লক্ষ লক্ষ মানুষ ঈমান এনেছে এবং সাধারন মুসলমানগণ ইসলামের সঠিক শিক্ষা-দীক্ষা পেয়ে যাচ্ছেন।
নেতৃবৃন্দ বলেন, কুরআন-সুন্নাহর আলোকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা ঈমানী দায়িত্ব। আল্লাহ প্রদত্ব এ মহান দায়িত্ব পালনে বাধা দেয়ার অধিকার কারোর নেই। চাপ সৃষ্টি করে বক্তাদের কন্ঠ স্তব্ধ করা যাবে না। ঢালাও ভাবে বক্তাদের উপর নিষেধাজ্ঞা জারী করলে জনমনে সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। নেতৃবৃন্দ আরো বলেন, যে সকল বক্তাগণ কুরআন-সুন্নাহর বিভ্রান্তিমূলক অপব্যখ্যা করে মানুষের ঈমান আকিদা নষ্ট করে এবং রাষ্ট্র বিরোধী কথা বলে তাদের বক্তব্য বিজ্ঞ মুফতি বোর্ডের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ