Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরিয়ে দাও ফাহাদের চোখের আলো

আবদুল হালিম দুলাল, মঠবাড়িয়া (পিরোজপুর) থেকে : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নাম বাদশা ফাহাদ (০৮)। দেখতে অন্য শিশুদের মত মনে হলেও সবার মত সে হেসে-খেলে বেড়াতে পারেনা। প্রায় দেড় বছর আগে ছোট্ট একটি দুর্ঘটনায় চোখের আলো নিভে যায় মাদ্রাসা ছাত্র বাদশা ফাহাদের। দৃষ্টি প্রতিবন্ধি শিশু বাদশা ফাহাদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের হতভাগ্য দরিদ্র বিধবা মা মাহমুদা বেগমের দুর্ভাগা সন্তান। জন্মের পর বাবা-মা রঙ্গিন স্বপ্নে বিভোর হয়ে হয়ত আদর করে সৌদী বাদশার নামে বাদশা ফাহাদ নাম রেখেছিলেন। দরিদ্রতার সাথে অন্ধত্বের অভিসাপে স্বপ্ন চূড়মার হয়ে গেছে মাহমুদা বেগমের। ডান চোখে আলোর আশা দেখতে পেয়েছেন চিকিৎসকরা। এ আলো ফিরে পেতে ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। টাকার জন্য হাটে-বাজারে, স্কুল, মাদ্রাসা ও মসজিদে ঘুরে বেড়াচ্ছে বাদশা ফাহাদের স্বজনরা। বাদশা ফাহাদ বর্তমানে যাত্রাবাড়ি মদিনাতুল উলূম দৃষ্টি প্রতিবন্ধি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
বাদশা ফাহাদের নানা উপজেলার ছোট শৌলা গ্রাম নিবাসী আ. মালেক মল্লিক জানান, প্রায় ৯ বছর আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দরিদ্র আবুল কালামের সাথে বিয়ে দেন মাহমুদা বেগমকে । বাদশা ফাহাদের ৪ মাস বয়সে বাবা ফুল ব্যবসায়ি আবুল কালামের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর অসহায় মা মাহমুদা সন্তানসহ চট্টগ্রামের চান্দগাঁও গিয়ে বাসায় বাসায় ঝিয়ের কাজ করে দিনাতিপাত করতেন। ২০১৭ সালে বাদশা ফাহাদ স্থানীয় নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া সিনিয়র মদ্রোসায় ১ম শ্রেণীতে ভর্তি হয়।
ওই বছর বাসায় খেলার সময় মাথায় আঘাত লাগলে চোখে সমস্যা দেখা দেয় ফাহাদের। দেশের নামকরা বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করেও কোন লাভ হয়নি বরঞ্চ আস্তে আস্তে নিভে যায় ফাহাদের চোখের আলো। শেষমেষ ইস্পাহানি ইসলামিয়া আই ইনষ্টিটিউটের চিকিৎসকরা ভারতে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এ পর্যন্ত চিকিৎসায় প্রায় ২ লক্ষাধিক টাকা ব্যয় করে সহায় সম্বল হারিয়ে ধার দেনায় জর্জড়িত ফাহাদের পরিবার। টাকার জন্য স্বজনরা হাটে-বাজারে, অফিস, স্কুল, মাদ্রাসা ও মসজিদে গিয়ে সবার কাছে হাত পাতছে। এ ভাবে এত বড় অংকের টাকা সংগ্রহ সম্ভব না। তাই মা মাহমুদা বেগম একমাত্র সন্তানের চোখে আলো ফেরাবার জন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়াবার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা মোসা. মাহমুদা বেগম, অগ্রণী ব্যাংক মিরুখালী শাখা, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৮৮৭১১২৫, মঠবাড়িয়া, পিরোজপুর অথবা বিকাশ নং-০১৭২৬১৫৬৯৮৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ