Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

দোয়া মাহফিলে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শিগগিরই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এই ফ্যাসিবাদী চরম স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারকে সরাতে আমাদের একটি মাত্র পথ; সেটি হলো দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। গতকাল (মঙ্গলবার) আসরের নামাজের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার অসুস্থতার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ভালোভাবে দাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না। আজকের এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যেন প্রাণভরে পরম করুণাময় আল্লাহর কাছে নেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, আমরা স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আমরা চেয়েছি তার ইচ্ছানুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হোক। কিন্তু সরকার আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। তাকে আবারো বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দেশনেত্রী ঠিকমতো খেতে পারছেন না। তাকে কারাগারে সঠিক চিকিৎসা দেয়া হয়নি। এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে, তিনি অত্যন্ত অসুস্থ। তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে যে, প্রতিটি পরীক্ষা তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।
এসময় দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, কবীর মুরাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলিম, অনিন্দ্য ইসলাম অমিত, মুহাম্মদ আবদুল আউয়াল খান, মীর হেলালউদ্দিন, খন্দকার আবু আশফাক, কাজী আবুল বাশার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনশন কর্মসূচি ঘোষণা: এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার ঢাকায় অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বিকেলে দোয়া মাহফিল থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করা হয়েছে। তাকে সেখানে সুবিধামতো চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছি। একই উদ্দেশ্যে বুধবার সারাদেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হবে। সেইসাথে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী রোববার সকাল ১০ টা হতে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় অনশন কর্মস‚চি পালন করা হবে। রিজভী বলেন, ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে এই গণঅনশন হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়েছেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ