Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে উপজেলা পরিষদ হলরুমে বাসকপ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইনকিলাবর উপজেলা সংবাদদাতা মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম মমতাজুল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আহ্মেদ, রংপুর বিভাগীয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকন্দ, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আলহাজ¦ আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, ইউপি চেয়ারম্যান এ্যাড. মোখলেছুর রহমান রাজু, নজমুল হুদা।
আরো বক্তব্য দেন নদী বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনের নেতা ছাদেকুল ইসলাম দুলাল, পুটিমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক শাহজাহান মিঞা, সাংবাদিক রাশেদুল আলম চাঁদ, সাবেক অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর উপজেলা সভাপতি বাবলু মিয়া, সাংবাদিক নাদিম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসকপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ.কে.এম শামছুল হক। পরে সামাজিকভাবে বিভিন্ন কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ