রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীমান্ত দিয়ে অবৈধ্যভাবে বাংলাদেশে প্রবেশেকারী ভারতীয় নাগরীক হাসেন আলীকে গতকাল মঙ্গলবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। সকাল ১০ টায় হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেন। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনাজপুর কারাগারে ১৭ মাস কারাভোগ শেষে দু’দেশের আইনি প্রকৃয়ার মাধ্যমে তাকে তার দেশ ভারতে পাঠানো হয়।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতীয় নাগরীক হোসেন আলী ২০১৭ সালের ডিসেম্বরে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিরল থানা পুলিশ তাকে আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠায়। সেখানে ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রকৃয়ার মাধ্যমে তাকে তার দেশ ভারতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।