রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে ব্রাক্ষন্দী ইউনিয়নের ইদবারদী গ্রামের গোরস্তান থেকে একই রাতে ৬টি কংকাল চুরি হয়েছে। গত সোমবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গোরস্তান জুড়ে উৎসুক জনতার ভীড়। তারা জানায়, যে লাশ গুলোর কংকাল চুরি হয়েছে সেগুলো গত এক থেকে দেড় মাসের মধ্যে কবরস্থ করা হয়েছে। পুরাতন কবরের কংকালগুলো চোরেরা নেয়নি। কোন কোন কবরে লাশের কাফনের কাপড় এবং চামড়া পড়ে থাকতে দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ কেউ বলেন, মানুষ মরে গিয়েও শান্তিতে নেই। এমন অবস্থা হলে লাশ কবরস্থ করে মাসব্যাপী কবর পাহারা দিতে হবে বলে অনেকে মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।