রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব মেশিন ধ্বংস করা হয়। এ সময় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দশানি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় এক ড্রেজার মেশিন মালিককে আটক করা হয়। তবে অপর ড্রেজার মেশিন মালিক পালিয়ে যান। আটক ড্রেজার মেশিন মালিক ওই ইউনিয়নের মরাকান্দি গ্রামের মৃত সদায় মিয়ার ছেলে হাইদর আলী।
এ সময় ড্রেজার মেশিন দুটিতে আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং হাইদর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসী জানায়, ধ্বংস করা ড্রেজার দুইটির মালিক হাইদর আলী ও দুদু মিয়া টুংরাপাড়া দশানি নদীর উপর নির্মাণাধীন সেতু সংলগ্ন ও নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।