Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে সড়কে কিশোর নিহত তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর খিলগাঁওয়ের বাগানবাড়ি এলাকায় পিকআপের ধাক্কায় বিবেক (১৩) নামে এক কিশোর বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া পৃথক ঘটনায় মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে ইলা শারমিন (২৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার এসআই খোরশেদ আলম বলেন, খিলগাঁও বাগানবাড়ি এলাকায় ডেমরা লিংক রোড রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গেলে তার মাথা থেঁতলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিকআপসহ চালককে আটক করা হয়েছে।
এদিকে গতকাল সকালে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার নিজ বাসা থেকে ইলা শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম শেখ সাহেদ আলী ও মা আলেয়া বেগম। ঢাকা উদ্যানের ৪ নম্বর সড়কের ১২ নম্বর বাসায় মায়ের সাথে থাকতেন তিনি।
মৃতের পরিবারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন ইলা। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, ইলা একটি জাতীয় দৈনিক পত্রিকা বা টিভির সাংবাদিক ছিলেন। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ