Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য মেট্রিক্স ট্রিলজি’তে নিও’র ভূমিকায় স্যান্ড্রা বুলক!

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

‘দ্য মেট্রিক্স’ সিরিজের প্রথম দিকে তত্ত্বাবধায়ক লোরেনজো ডি বনাভেঞ্চুরা জানিয়েছেন সিরিজের কেন্দ্রীয় চরিত্র নিওর ভূমিকায় কিয়ানু রিভসকে বাছাই করার আগে প্রাথমিকভাবে এই চরিত্রে স্যান্ড্রা বুলককে নেয়ার ইচ্ছা ছিল তার। ডি বনাভেঞ্চুরা সরাসরি প্রযোজক না হলেও তিনিই ওয়ার্নার ব্রাদার্সে সিরিজটিকে নির্মাণের জন্য অনুমোদন দেন। এছাড়া ‘ট্রান্সফর্মার্স’ সিরিজটিও তারই আবিষ্কার। ডি বনাভেঞ্চুরা জানান এই ভূমিকায় আরও পছন্দ ছিল। এর মধ্যে ব্র্যাড পিট, লিওনার্ডো ডিক্যাপরিও এবং উইল স্মিথও ছিলেন। “আমরা অনেকের কথা বিবেচনা করেছি, সংখ্যাটি আমার আর মনে নেই। আমরা মরিয়া হয়ে উঠেছিলাম। স্যান্ড্রা বুলককে আমরা বলেছিলাম, আমরা নিওকে মেয়ে বানিয়ে ফেলব। প্রযোজক জ্যোল সিলভার আর আমি স্যান্ডির (বুলক) সঙ্গে ‘ডেমোলিশন ম্যান’ ফিল্মটি নিয়ে কাজ করেছিলাম সেই থেকেই সে আমার বন্ধু। আমি তাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম এবং সে আগ্রহী কিনা জানার জন্য ‘দ্য মেট্রিক্স’ মুক্তির ২০ বছর পূর্তিতে তিনি বলেন। ২০০৯তে বুলক বলেছিলেন তিনি ট্রিনিটি চরিত্রটি করার কথাও বিবেচনা করেছিলেন। পরে এই চরিত্রটি করেন ক্যারি অ্যান-মস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ