Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেতু আছে সড়ক নেই

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পুরানটেপরী এলাকায় প্রায় দেড় যুগ পরেও সেতুটির দু’পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ না করায় এ এলাকার ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে সেতুর ওপর দিয়ে যেতে পারছে না। সেই সাথে হাটবাজারে ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে সরকারি টাকা ব্যয় করেও এই সেতুটি জনসাধারনের কাজে আসছে না বলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরানটেপরী এলাকায় সেতুটির নির্মাণ কাজ হয় ১৮ বছর আগে। এতে ব্যয় হয় প্রায় ৩৬ লাখ টাকা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি কোনো কাজে আসছে না। ২০০০ সালের দিকে শাহজাদপুর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সেতুটি নির্মাণ করে। সেই থেকে গত ১৮ বছরেও পরিত্যক্ত এ সেতুটির দু‘পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ইতিমধ্যেই সেতুটির রেলিং ভেঙে পড়ছে। অনেক স্থানের খোয়া বালি খসে খসে পড়েছে। এতে পরিত্যক্ত এ সেতুটি এখন এলাকাবাসির কাপড় শুকানোর স্থানে পরিণত হয়েছে। ফলে সেতুটি এলাকাবাসির কোন কাজেই আসছে না।
পুরান টেপরি গ্রামের জুলফিকার আলী জানান, সেতুটির দু‘পাশে সংযোগ সড়ক নির্মাণের অভাবে এ এলাকার ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে কলেজ ও স্কুলের শিক্ষকেরা জানান চর-নরিনা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরিনা হাইস্কুল, সাতবাড়িয়া ডিগ্রি কলেজ, সাতবাড়িয়া কারিগরি কলেজ ও চর-নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থীর প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া চর-নরিনা বাজার, নরিনা বাজার, সাতবাড়িয়া বাজার ও তালগাছি বাজারে ক্রেতা-বিক্রেতাদের প্রতিদিন ও সপ্তাহের দুইদিন যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। শুষ্ক মৌসুমে সেতুটির নিচ দিয়ে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে নৌকায় করে পার হতে হয়। তাই অবিলম্বে এ সেতুটির দু‘পাশের সংযোগ সড়ক নির্মাণের জোর দাবি জানান স্থানীয়রা।
গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন বলেন, বিষয়টি অবগত হয়েছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ