রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষীপুরের রামগঞ্জে দরিদ্র নারীর নামে বরাদ্ধকৃত ভিজিডি কর্মসূচির ২৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় ২ নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বাতিল করেণ।
জানা যায়, চলতি বছরের জানুয়ারি-ফেব্রæয়ারি মাসে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী কয়েকজন নারীর নামে বরাদ্ধকৃত চাল উত্তোলন করে আত্বসাতের অভিযোগ উঠেছে ২নং নোঁয়াগাও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ছাত্রলীগ নেতা হারুন মিজির বিরুদ্ধে ।
সৃষ্ট ঘটনায় জরিনা বেগমসহ কয়েজন ভূক্তভোগী নারী ২৫ মার্চ লক্ষীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য, দুদক নোয়াখালী অঞ্চল, জেলা প্রশাসক ও জেলা ছাত্রলীগ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন।
ছাত্রলীগ নেতা হারুন মিজি বলেন, চাল আত্বসাতের ঘটনা সঠিক নয়। ছাত্রলীগের দু’গ্রæপের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে কমিটি বিলুপ্ত করা হয়েছে।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভ বলেন, ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা, ঘটনতন্ত্র বিরোধী কাজ করায় এবং দরিদ্রদের চাল আত্বসাতের ঘটনায় উক্ত কমিতি বাতিল করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।