রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ হবার ১২ দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি এসএসসি ফলপ্রত্যাশী বনানীর (১৭)। বনানী উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের দিনমজুর জলধর মজুমদারের মেয়ে এবং বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশন থেকে সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
নিখোঁজ বনানীর পিতা জলধর মজুমদার জানান, গত ২০ মার্চ বুধবার বিকেলে পার্শ্ববর্তী রাজপাড়া গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে যায়। পর দিন জানতে পারে সে মামা বাড়িতে যায়নি। এ সময়ে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে কয়েকদিন ধরে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজির পরও সন্ধান না পেয়ে মঠবাড়িয়া থানায় গত ২৯ মার্চ শুক্রবার একটি সাধারণ ডায়েরি করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমীন বিপিএম ওই ছাত্রীর নিখোঁজের জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।