রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের মীরপুর বেটেপাড়া গ্রামে অগ্নিকান্ডে দিনমজুর আজিজুল হকের বাড়ি-ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
জানা যায়, গত রোববার দিনগত রাত প্রায় ১২টায় বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আজিজুল ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ ঘুম থেকে ওঠে আগুন দেখতে পায়। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে প্রায় ৪ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। এর মধ্যেই আগুনে ৩টি টিনসেট ও ৩টি পাকাঘর পুড়ে যায় এবং ঘরের মধ্যে থাকা আসবাপত্র, পশুপাখি ও প্রযোজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে দিনমজুর আজিজুলের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কাগইল ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাঈদ আহম্মেদ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ দিনমজুর (রং মিস্ত্রি) আজিজুল হক একই গ্রামের মৃত জনাব আলী ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।