Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে আগুনে দিনমজুরের ঘর ছাই

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নের মীরপুর বেটেপাড়া গ্রামে অগ্নিকান্ডে দিনমজুর আজিজুল হকের বাড়ি-ঘর পুড়ে ছাই হয়েছে। আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
জানা যায়, গত রোববার দিনগত রাত প্রায় ১২টায় বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আজিজুল ও তাঁর পরিবারের সদস্যরা হঠাৎ ঘুম থেকে ওঠে আগুন দেখতে পায়। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে প্রায় ৪ ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। এর মধ্যেই আগুনে ৩টি টিনসেট ও ৩টি পাকাঘর পুড়ে যায় এবং ঘরের মধ্যে থাকা আসবাপত্র, পশুপাখি ও প্রযোজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে দিনমজুর আজিজুলের প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কাগইল ইউনিয়ন পরিষদের ২নং প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাঈদ আহম্মেদ ঘটনাস্থল পরির্দশন করেছে। ক্ষতিগ্রস্থ দিনমজুর (রং মিস্ত্রি) আজিজুল হক একই গ্রামের মৃত জনাব আলী ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ