Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নৌকায় ভোট চাওয়া এমপির ওপর চটেছেন মন্ত্রী

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভার বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফেস্টুন, ব্যানার ও ছবি দেখে ক্ষিপ্ত হয়েছেন তিনি। এছাড়াও অনুষ্ঠানের সভাপতি ও সাভারের সংসদ সদস্য নৌকায় ভোট চাওয়ায় চটেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন ক্ষোভ প্রকাশ করেন সড়ক যোগযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমি কি আপনাদের ব্যানার, ফেস্টুন সরিয়ে আমার ফেস্টুন স্থাপনের জন্য অনুরোধ করেছি? বলুন, চুপ করে আছেন কেন? অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব ছবি অপসারণ করবেন। এটাই আমার নির্দেশ। আর আপনারা যদি আমার ছবি অপসারণ না করেন তাহলে পুলিশকে ছবি অপসারণের নির্দেশ দেব।’ সাভারের স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটা একটি কলেজের নবীন বরণ অনুষ্ঠান। সব অনুষ্ঠানে ভোট চাইতে হয় না। ভোট চাওয়ার জন্য রাজনৈতিক অনেক অনুষ্ঠান পাবেন। সেখানে নৌকায় ভোট চাইবেন। আর এর জন্যই এদেশের মানুষ কিন্তু আপনাকে ভোট দেবে না।’ ওবায়দুল কাদের বলেন, ‘জনগন ছবি দেখে ভোট দেয় না। কাজ দেখে ভোট দেয়। কাজের সঙ্গে ভালো আচরণ লাগবে। আপনি যদি ভালো কাজের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাহলেও ভোট দেবে না। কাজেই জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখবেন কাগজের ছবি ছিড়ে যাবে। পোস্টারের ছবি মুছে যাবে। বিলবোর্ড ভেঙে যাবে। তবে হৃদয়ের ছবি রয়ে যাবে।’ তিনি বলেন, ‘আজকে যারা রাজনীতি করেন এবং ভবিষ্যতে যারা করবেন তাদের কাছে আমার অনুরোধ ভালো কাজ আর ভালো ব্যবহার করে মানুষের হৃদয়ে নাম লেখাবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ