Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানী জুড়ে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ২:১৫ পিএম

সকাল থেকেই রাজধানী জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। সোমবার সকাল ১০টায় ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সময় অফিস হওয়ায় যার যার গন্তব্যে বেরিয়ে পড়েছে নগরবাসী। ফলে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষ।  রাজধানীর মতিঝিল, পল্টন, কাকরাইল, ম‌ালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব এলাকায় তীব্র যানজটের কারণে এইচএসসি পরীক্ষার্থ‌ীদের দীর্ঘ পথ হেঁটে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়।   সরেজমিনে দেখা গেছে, ভিকারুন্নেসা কলেজের শিক্ষার্থী জারিয়া। তার কেন্দ্র পড়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। বাসাবো এলাকা থেকে পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে রওনা দিয়েছেন। কিন্তু সকাল সাড়ে ৯টায়ও মালিবাগ পার হতে পারেননি। পরে হেঁটেই রওনা দিয়েছেন। আরেক পরীক্ষার্থী সাদ। রামপুরা থেকে এসেছেন। পরীক্ষা কেন্দ্র হাবিবুল্লাহবাহার কলেজ। তিনি বলেন, ‘রামপুরা থেকে এসেছি। মালিবাগের ফ্লাইওভার পুরাটাই যানজট। গাড়ি সব থেমে আছে। ফ্লাইওভারের মালিবাগ প্রান্ত থেকে হেঁটে এসেছি।’  দায়িত্বরত ট্র্যাফিক কর্মকর্তারা বলেন, ‘প্রতিদিনই সকালে যানবাহনের চাপ বেশি থাকে। আজ পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে মা, বাবাসহ এক বা একাধিক লোক এসেছেন। তাই বাড়তি চাপে কলেজের সামনে একটু বেশি যানজট সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ