বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ কাজের জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণ না করার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিমানবন্দরের আশপাশের এলাকাবাসী।
সকাল থেকে সৈয়দপুর বিমানবন্দরের আশপাশের ১০-১১টি গ্রামের বিভিন্ন বয়সী শত শত নারী-পুরুষ একত্রিত হতে থাকেন। পরে তারা একটি বিশাল বিক্ষোভ মিছিল সহকারে বিমানবন্দর সড়ক হয়ে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার উদ্দেশ্যে শহরের অভিমুখে এগুতে থাকেন। বিক্ষোভ মিছিলটি আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে সড়কে পৌছুলে বাঁধা দেয় সৈয়দপুর থানা পুলিশ। পরে বিক্ষোভকারী এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন। এ সময় বিক্ষোভকারীরা রক্ত দেব, তবু জমি দিব না, জীবন দিব, তবু বসত ভিটা ছাড়বো না প্রভৃতি শ্লোগানে শ্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করে তোলেন। এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনের কারণে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিমানবন্দর পশ্চিমপাড়ার মো. নুর ইসলাম, ভুজারীপাড়ার শ্রী অতুল চন্দ্র দাস, মো. ইমরান প্রমূখ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নীলফামারী শাখার নেতা মো. রুহুল আলম মাস্টারও এলাকাবাসীর দাবির প্রতি পূর্ণসমর্থন জানিয়ে বক্তব্য দেন।
পরে বিক্ষোভকারী ও মানববন্ধনে অংশগ্রহনকারী এলাকাবাসীর নেতৃবৃন্দ নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। এ সময় নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুর আলম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া বিক্ষোভকারী এলাকাবাসীর দাবি-দাবার কথা ধৈর্যসহকারে শোনেন। এ সময় নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক এলাকাবাসীকে তাদের দাবির বিষয়টি লিখিত আকারে দেওয়ার জন্য বলেন। তাদের দাবি লিখিত আকারে পেলে তা প্রধানমন্ত্রী বরাবরে যথাযথভাবে প্রেরণের আশ্বাস দেন তারা।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমনাবন্দরে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। আর এ জন্য ৮৫২ দশমিক ৯০ একর জমি অধিগ্রহনের প্রস্তাব করা হয়।
এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন এবং পৌরসভার এলাকার ৫৭৯ দশমিক ৫০ একর এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীর ইউনিয়নের ২৭৩ দশমিক ৪০ একর জমি রয়েছে। ইতোমধ্যে নীলফামারী জেলা অধিগ্রহণ শাখা থেকে প্রস্তাবিত জমি অধিগ্রহণের জন্য ভূমি মালিকতের ৪ ধারায় নোটিশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।