বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী ১ এপ্রিলকে বিশ্ব মুসলিমের জন্য এক মর্মান্তিক দিবস হিসেবে আখ্যায়িত করে এক বিবৃতিতে বলেছেন যে, তদানিন্তন স্পেনের মুসলিমদের মধ্যে বিশ্বাসঘাতকতা,আত্মঘাতী ভ্রাতৃযুদ্ধ, বিজাতীয়দের সাথে বন্ধুত্ব ও খ্রীস্টানদের প্রতারণার শিকার হয়ে ১৪৯২ সনের ১ এপ্রিল স্পেনে প্রায় ৭ লাখ মুসলিম নরনারী ও শিশু নিহত হন। মুসলিমদের সাথে প্রতারণার স্মৃতি হিসেবে পাশ্চাত্যে আনন্দ দিবস হিসেবে এপ্রিল ফুল পালিত হয়ে আসছে। তিনি ফার্ডিন্যান্ডের প্রতারণার কথা উল্লেখ করে আরো বলেন, গ্রানাডা বিজয়ী ফার্ডিন্যান্ড ঘোষণা করেন, স্পেনের মুসলিমরা অস্ত্র ত্যাগ করে ১ এপ্রিল (১৪৯২) মসজিদে আশ্রয় নিলে ক্ষমাপ্রাপ্ত হবে এবং অত্যাচারিত হবে না। ফার্ডিন্যান্ডের এই আশ্বাসে আশ্বস্থ হয়ে মসজিদে মসজিদে আশ্রয় গ্রহণকারী নিরস্ত্র মুসলিম নরনারীরা প্রতারণার শিকার হন। কেননা মসজিদে মসজিদে আশ্রয় গ্রহণকারী নিরস্ত্র মুসলিম নরনারীর ওপর সারাদেশে পরিকল্পিত হামলা শুরু হয় এবং মসজিদগুলোতে অগ্নিসংযোগ করা হয়। আক্রমনে প্রায় ৭ লাখ মুসলিম নরনারী ও শিশু নিহত হয়। অবশিস্টরা ধর্মান্তরিত হয়ে আত্মরক্ষা করে। ১৪৯২ সনের ১ এপ্রিল গ্রানাডার বড় মসজিদে কামান দাগিয়ে ও অগ্নিসংযোগে নৃশংস হত্যাকান্ড শুরু করা হয়। একইভাবে ভিন্ন ভিন্ন সময়ে স্পেনের অন্যান্য শহরে ও জনপদে মুসলিম হত্যাকান্ড সংঘটিত হয়। তিনি বলেন, এপ্রিল ফুল পালন কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।