বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইন্দোনেশিয়া যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছে এপিবিএন। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিমানবন্দরের বহিরাগমন টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- আনোয়ার (৩০), রোকেয়া (১৯), মরিজান (২৩) ও আমেনা বেগম (২৬)।
এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, আটকরা ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। ইন্দোনেশিয়াতে সাধারণত অন অ্যারাইভাল ভিসা দেয়া হয়। বাংলাদেশি পাসপোর্ট বহন করে তারা এ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছিল। আটকরা শাহজালাল বিমানবন্দর থেকে বেলা সোয়া ১২টায় মালয়েশিয়ান এয়ারযোগে (এম এইচ ১০৩) মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।