Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিয়মকে নিয়মে পরিণত করছে

মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বনানীর এই বিয়োগান্ত ঘটনা এসব অনিয়মের পরিণতি। কেন যেন মনে হয় অনিয়মকে সবাই নিয়মে পরিণত করছে। বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়মকারীদের সবাই ছেড়ে দিলেও দুদক ছাড়বে না। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ ঘোষণা দেন। দুদকের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও সততা সংঘের সমাবেশ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
দুদক চেয়ারম্যান বলেন, সময়মতো কাজ করবেন না, এটাও দুর্নীতি । ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অনেক আগেই কাজ শুরু হয়েছে, এবার এসব অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু হবে। ১৮ তলা ভবনের অনুমোদন পেলেন, বানালেন ২২ তলা। এই অনিয়মের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের ক্ষমা হবে না। এভাবে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর সহ্য করা ঠিক হবে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, এখন দুর্নীতির মাত্রা কমছে কি না, প্রশ্ন আছে। তবে রাজনীতি বা অর্থবিত্তের কাছে দুর্নীতিবিরোধী অভিযান যাতে চাপা না পড়ে, সে বিষয়ে নজর দিতে হবে।
দুদক মিডিয়া অ্যাওয়ার্ড : দুই ক্যাটাগরিতে সাংবাদিকদের দুদক মিডিয়া অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক ফখরুল ইসলাম হারুণ এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি হকিকত জাহান হকি। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মাছরাঙা টিভির বদরুদ্দোজা বাবু এবং দ্বিতীয় পুরস্কার পান ৭১ টিভির পারভেজ নাদির রেজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ