Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ায় স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এম এ তাহের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়। স্কুলের সভাপতি সুলতান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনীতিক ব্যাক্তিত্ব ও সমাজ সেবক আবুল হাশেম সওদাগর।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শির্মল কান্তি দাশ, কোদালা আ.লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম মাস্টার, স্কুলের প্রধান শিক্ষক কৃঞ্চপদ পাল, কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়–য়া, সমাজ সেবক মো. ইলিয়াছ, মানবাধিকার নেতা ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী, পূর্ব কোদালা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. ফোরকান, স্কুলের পরিচালনা পরিষদ সভাপতি সুলতানা বেগম, সদস্য মো. আলমগীর প্রমুখ। আলোচনা সভার পূর্বে সংবর্ধিত অতিথি হাজী মো. হাসেম সওদাগর ও নির্মল মাস্টারকে সম্মাননা প্রদান করা হয়। সভাশেষে অতিথিবৃন্দরা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ