প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) তার ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। আগামী ৫ এপ্রিল শুক্রবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনের প্রধান অডিটরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। বাচসাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দু'জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা দেয়া হবে এবং বিশিষ্ট ৫ ব্যক্তিত্বকে দেয়া হবে বিশেষ ইমেরিটার্স অ্যাওয়ার্ড। এছাড়া বাচসাস চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে। ইতিমধ্যে বাচসাস জুড়ি বোর্ড সিনেমা দেখা সম্পন্ন করেছেন। জুড়ি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক নরেশ ভূঁইয়া। বাচসাস কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে এ আসরে নায়ক আলমগীর ও নায়িকা রোজিনাকে আজীবন সম্মাননা দেয়া হবে। এছাড়া বাচসাস সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাঁদের স্ব স্ব কর্ম বিবেচনায় বিশেষ সম্মাননা দেয়া হবে। সম্মাননাপ্রাপ্তরা হলেন কোহিনূর আখতার সুচন্দা (অভিনয়ে), সৈয়দ হাসান ইমাম (অভিনয়ে), রুনা লায়লা (সঙ্গীতে), মির্জা আবদুল খালেক (প্রদর্শক-লায়ন সিনেমা হলের শত বর্ষ পূর্তিতে) এবং ফরিদুর রেজা সাগর (প্রযোজক-দেশের সর্বাধিক সিনেমার প্রযোজক)। এছাড়া বাচসাস প্রতিষ্ঠাকালীন সদস্য একমাত্র জীবিত সাংবাদিক খন্দকার শাহাদাত হোসেনকে বিশেষভাবে সম্মানিত করা হবে। জুড়ি বোর্ড ২০১৪-২০১৮ পাঁচ বছরের বাচসাস পুরষ্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন আগামী ২ এপ্রিল মঙ্গলবার। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আছে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন। তারপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হবে। বিষয় থাকবে ‘সিনেমা হল বন্ধের পক্ষে-বিপক্ষে’। একদিকে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও তার দল অপরদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও তার দল। এরপর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বিশেষ সেমিনার। দুপুরে জুম্মার নামাজ ও খাবারের বিরতি। দুপুর ২.৩০ টায় পুরনোদিনের ছায়াছবি প্রদর্শনী। সন্ধ্যায় শুরু হবে বাচসাস রজনী। ৫০ জন তারকা শিল্পীর সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রদান করা হবে বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও বিশেষ সম্মানা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি আবদুর রহমান। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাচসাস প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি বিশেষ স্যুভেনির প্রকাশিত হবে। ওই দিন পুরো আর্কাইভ ভবন জুড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। থাকবে স্বর্ণালীযুগের ছায়াছবির পোস্টার প্রদর্শনী, নানা রকম স্টল ইত্যাদি। নিরাপত্তার স্বার্থে গেইটে কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে হবে। গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। বাচসাস সদস্যদের জন্য বিশেষ কার্ড প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।