Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছরের শুরুতে বিয়ে করবেন টয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এ বছর বিয়ের ঘোষণা দিলেও তা পিছিয়ে আগামী বছর নিয়েছেন। পিছিয়ে দেয়ার কারণ হিসেবে সময় নেয়া। টয়া বলেন, দুই পরিবারের জন্য আরেকটু সময় দরকার। এরইমধ্যে পারিবারিকভাবে কথার আদান-প্রদান হয়েছে। আগামী বছর বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে। দুই পরিবারেই চলছে বিয়ের প্রস্তুতি। তাই চলতি বছরের শেষে বিয়ে নিয়ে ভাবা হলেও আগামী বছরের শুরুতে বিয়ে হবে। বিয়ের দিনক্ষণ চ‚ড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে সবার সামনে তাকে (প্রেমিক) পরিচয় করিয়ে দিবো। উল্লেখ্য, যার সঙ্গে টয়ার বিয়ে হবে, তিনি মিডিয়ার কেউ নন। তাদের মধ্যে অনেক দিনের স¤পর্ক বিয়েটা যেন পারিবারিকভাবেই হয়, তাই দুজনই অপেক্ষা করছেন। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ঈদের বেশ কিছু নাটকের কাজে নিয়ে। এছাড়াও ওয়েব সিরিজ ও ওয়েব নাটকে দেখা যাবে তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ