প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় কণ্ঠশিল্পী রিংকু দীর্ঘদিন ধরে বাউল, মরমী ও সুফি গান করছেন। এ ধারাবাহিকতায় তার কণ্ঠে ঈগল মিউজিকের ব্যানারে ‘জিকির’ শিরোনামে একটি সুফি গান প্রকাশিত হয়েছে। ‘দমে দমে জিকির তোলো, মৃত ক্বালবের পর্দা খোলো, কুল কায়ানাত তারই নামে, জিকির করে প্রতিদমে, পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ ঈষাণ কোনের বায়ু, আল্লাহু আল্লাহু...’ এমনি আধ্যাত্মিক কথামালায় গানটি সাজিয়েছেন প্রতিশ্রুতিশীল গীতিকবি শামছ আরেফিন, সুর করেছেন হাবিব মোস্তফা এবং সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। ঈগল টিমের পরিচালনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন রিংকু। সুরকার হাবিব মোস্তফা বলেন, গানটির বিষয়বস্তু- সর্ব অবস্থায় আল্লাহর জিকির। মহান বিশ্বপ্রভু আমাদেরকে তার ইবাদতের জন্য, তার প্রশংসাসূচক নাম বন্দনার জন্য সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। যেখানে জগতের প্রতিটি সৃষ্টি, গাছপালা, চন্দ্র, সূর্য প্রতিনিয়ত আল্লাহর নাম জপনা করছে সেখানে দুনিয়ার রঙরসে ডুবে কিছু মানুষ। আল্লাহকে ভুলে আছে, তার হুকুমের প্রতি বেখবর আছে। কিন্তু দয়াময় প্রভু তবুও মানুষকে সকল নেয়ামত দ্বারা পরিপূর্ণ রেখেছেন। গীতিকার শামছ আরেফিন সাহেবের এমন আধ্যাত্মিক কথার উপর আমি অন্তরের গভীর থেকে সুর করার চেষ্টা করেছি, অণু মোস্তাফিজ ভাই তার শ্রেষ্ঠ কম্পোজিশন যোগ করেছেন গানটিতে, আর রিংকু সর্বোচ্চ দরদ দিয়ে গানটি গেয়েছেন। আশা করি, অনেকদিন পর সকলের অন্তরে গেঁেথ যাবার মত একটি কাজ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।