Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্ত সিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্টের কারণ সারা আলির কর্তৃত্বপরায়ণতা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

একসময় গুজব ছিল সারা আলি খানের সঙ্গে প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত। শেষে নাকি সারার কর্তৃত্বপরায়ণ আচরণের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। সারা আলি খান আর সুশান্ত সিংকে শুটিংয়ের বাইরে কখনও কিন্তু একসঙ্গে দেখা যায়নি। এর পরও সবাই জানত তারা দুজন প্রেম করছিলেন লুকিয়ে। সুশান্ত’র বিপরীতে ‘কেদারনাথ’ ফিল্ম দিয়েই সারার বলিউডে অভিষেক আর এর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সেরা অভিষেক অভিনয় (নারী) বিভাগে। চলচ্চিত্রায়নের সময় তাদের মধ্যে সম্পর্ক ছিল মধুর কিন্তু মুক্তি পাবার পর তার তেমন থাকেনি।, শোনা যায় সেসময় সুশান্ত সারাকে নিয়ে তার সব সোশাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছেন আর সারাকেও আনফলো করেছেন। একটি অনলাইন প্রতিবেদন থেকে জানা যায় এই দুই অভিনয়শিল্পীর মাঝে তুমুল ঝগড়া হয়েছে আর তারা আপষ করতেও রাজি নন। এখানে উল্লেখ করা হয়েছে একসময় তারা দুজন পরস্পরের খুব ভক্ত ছিলেন আর এখন তারা কথাও বলেন না এবং এই দূরত্বও ঘোচাতে আগ্রহী নন। এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সারার খবরদারির আচরণই তাদের মাঝে দূরত্ব সৃষ্টির কারণ। সারা কার্তিক আরিয়ানের বিপরীতে ‘লাভ আজ কাল টু’র কাজ শুরু করেছেন আর সুশান্ত তার পরবর্তী ফিল্ম ‘ছিছোড়ে’র কাজ শুরু করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ