Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যারন এগারটনের আশা ‘রকেটম্যান’ দেখে খুশি হবেন এল্টন জন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেতা ট্যারন এগারটনের আশা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী এল্টন জন তার জীবন নিয়ে নির্মিত ‘রকেটম্যান’ চলচ্চিত্রে তার পারফর্মেন্স দেখে খুশি হবেন। ২৯ বছর বয়সী অভিনেতাটি ডেক্সটার ফ্লেচার পরিচালিত এল্টন জনের জীবনী চলচ্চিত্রটিতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন। একটি টিভি অনুষ্ঠানে চলচ্চিত্রটি সম্পর্কে বলতে গিয়ে এগারটন বলেন, “তিনি সারা দুনিয়ার খুবর প্রিয় একজন মানুষ, আমি আসলেও চাইছিলাম তাকে খুশি করতে। এজন্য আমি বেশ চাপে ছিলাম আর সময়টাও খুব উপভোগ করেছি।” উপস্থাপক জেমস কর্ডেন একসময় প্রশ্ন করেন এল্টন জন কখন এই ফিল্মটি দেখবেন, এগারটন হেসে বলেন, “আমি তা জানতে চাই না।” দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্রটিতে রয়েল অ্যাকাডেমি অফ মিউজিকের এক শিক্ষার্থী থেকে গীতিকার বার্নি টৌপিনের সঙ্গে যুক্ত হয়ে সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। ‘রকেটম্যান’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন জেমি বেল, রিচার্ড ম্যাডেন, ব্রিস ডালাস হাওয়ার্ড এবং জেমা জোন্স। চলচ্চিত্রটি এই বছর মে মাসে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ