Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নীলফামারীর বিভিন্ন খাল খনন শুরু

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

বন্যার কবল থেকে ফসল রক্ষা ও শুস্ক মৌসুমে সেচ প্রদানের লক্ষে নীলফামারীর বিভিন্ন খাল পূর্ণ খনন শুরু করেছে বাংলাদেশ কৃষি করপোরেশন (বিএডিসি)। খালশুলোর খনন কাজ সম্পন্ন হলে খাল সংলঘœ এলাকার শতশত কৃষক উপকৃত হবেন বলে জানা গেছে। শনিবার নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা খালটির ৪ দশমিক ৮ কিলোমিটার পূর্ণ খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম, বিএডিসি’র নীলফামারী জোনের সহকার প্রকৌশলী মোসফিকুর রহমান, ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স ফারুক ট্রেডাসের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমূখ। 

এর আগে একই উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারী ও চড়াইখোলা ইউনিয়নের বাকডোগড়া খাল পূর্ণ খনন শুরু করা হয়। শক্তিশালী ভেকু (মাটি কাটা) মেশিন দিয়ে খাল গুলোর খনন কাজ দ্রæতগতিতে এগিয়ে চলছে।
গোড়গ্রাম ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক মহুবার রহমান, আব্দুল মালেক, সিংগীমারী গ্রামের মোতালেব হোসেন, সবুর আলীসহ অনেক কৃষক জানান দীর্ঘদিন ধরে খালগুলো সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। বন্যার সময় খালগুলো দিয়ে পানি নিস্কাসন না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর শুস্ক মৌসুমে খালগুলো থেকে এক ফোঁটা পানিও পাওয়া যায় না। কৃষকরা জানান খালগুলো খনন হলে তারা বর্ষা ও শুস্ক দু’মৌসুমেই উপকৃত হবেন।
কৃষি করপোরেশন নীলফামারী জোনের সহকারী প্রকৌশলী মোসফিকুর রহমান জানান খালগুলোর খনন কাজ সম্পন্ন হলে কৃষকের পাশাপাশি ওইসব এলাকার জেলে পরিবার গুলোও উপকৃত হবেন। পর্যায়ক্রমে নীলফামারী জেলার সকল খাল খনন করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ