Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে ওজোপাডিকোর ওয়ানস্টপ সার্ভিস সেবার উদ্বোধন

এ বছরেই ঝিনাইদহে ৪০ হাজার প্রিপেইড মিটার লাগানো হচ্ছে

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ৫:২১ পিএম

ঝিনাইদহে চলতি বছরেই ৪০ হাজার প্রিপেইড মিটার লাগানো হচ্ছে। এই মিটার বিদ্যুৎ গ্রাহকদের বিনা মূল্যে সরবরাহ করা হবে। শনিবার ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক অবস্থানে সেবা (ওয়ানস্টপ সার্ভিস) কেন্দ্রের উদ্বোধন করে এ তথ্য জানান ওজোপাডিকোর (ওয়েষ্টজোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানী ) খুলনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ওজোপাডিকো কুষ্টিয়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী অরিফ রহমান, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার ও খুলনার জোনের নির্বাহী প্রকৌশলী (কারিগরি) মোঃ রুহুল আমীন। সেবা কেন্দ্র উদ্ধোধন শেষে ওজোপাডিকো খুলনার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলি মোঃ শফিক উদ্দিন বলেন, বিদ্যুৎ গ্রহকদের সর্ব্বচ্চ সেবা নিশ্চিত করতে ’এক অবস্থানে সেবা’ কেন্দ্র চালু করা হয়েছে। এতে করে গ্রাহকরা একটি চেয়ারে বসে স্বল্প সময়ে বিদ্যুৎ সংযোগ পাবেন এবং এর জন্য কারো কাছে যেতে হবেনা তাকে। কর্মকর্তা কর্মচারি ও প্রকৌশলিদের সাবধান করে দিয়ে তিনি আরো বলেন, দুর্ণীতির সাথে জড়িত হলেই চরম শাস্তির মুখোমুখি হতে হবে। খুলনা বিভাগের বিদ্যুৎ উৎপাদনের চিত্র তুলে ধরে ওজোপাডিকোর এ কর্তা ব্যক্তি জানান, ইতিমধ্যে প্রি-পেইড মিটার কেনা হয়েছে এবং চলতি বছরে ঝিনাইদহে ৪০ হাজার গ্রাহককে বিনা মুল্যে প্রি-পেইড মিটার সরবরাহ করা হবে। প্রি-পেইড মিটার সংযুক্ত হলে গ্রাহকরা বিদ্যুৎ বিল প্রদানে বাড়তি ঝামেলা থেকে মুক্ত হবেনা এবং বিদ্যুতের অপচয় বন্ধ হবে বলে আশা করেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন

৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ