Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাবিতে ছাত্র ফেডারেশন নেতাকে ছাত্রলীগের মারধর

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাবি সংবাদদাতা : ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাবির মাদার বখশ হলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত রাবি ছাত্র ফেডারেশনের সহ সভাপতি নুরুল নাহিদ জানান, তিনি মাদার বখশ হলের ১১০নং কক্ষে থাকেন। সকালে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী তাকে ছাত্রলীগের মিছিলে যেতে বলেন। এ সময় তিনি নিজের পরিচয় দিয়ে মিছিলে যেতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে রাবি ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক শিমুলসহ কয়েক নেতাকর্মী তাকে মারধর করেন। এ বিষয়ে অভিযুক্ত শিমুল বলেন, আমি তাকে মিছিলে যেতে বলি। কিন্তু তাকে জোর করা হয়নি। তবে তিনি রাবি ছাত্রলীগের সভাপতিকে চিনি না বললে তাকে মারতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত তাকে মারা হয়নি। জানতে চাইলে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ভুল বোঝাবুঝির কারণে ছাত্র ফেডারেশনের একজনকে চড় মেরেছে শিমুল। দুই পক্ষের নেতাদের সঙ্গে বসে এটা মীমাংসা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ