Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুডলে কিংবদন্তি ভাস্কর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

গুগল ডুডলে গতকাল শুক্রবার গুগল স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশের আধুনিক সময়ের কিংবদন্তি ভাস্কর নভেরা আহমেদকে। ১৯৩৯ সালের ২৯ মার্চ সুন্দরবনে জন্মগ্রহণ করেন তিনি। গতকাল তার জন্মদিন উপলক্ষে তার প্রতি এই সম্মান জানায় গুগল।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে গেলে চোখে পড়ে বিশেষ ডুডলটি। ওই ডুডলে ক্লিক করলে ভাস্কর নভেরাকে নিয়ে গুগলে নানা অনুসন্ধান ফলাফল দেখায়। ডুডল হচ্ছে গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তাই হচ্ছে ডুডল।
ডুডলটি সম্পর্কে গুগল তাদের গুগল ডুডল পেজে লিখেছে, বাংলাদেশের প্রথম আধুনিক ভাস্করের স্মরণে তারা এ ডুডল প্রদর্শন করছে। ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। নভেরা আহমেদ ২০১৫ সালের ৬ মে প্যারিসে মারা যান।
১৯৬০ সালে নভেরার এক প্রদর্শনীর পুস্তিকায় শিল্পাচার্য জয়নুল তার সম্পর্কে বলেছিলেন, ‘আজ এখানে নভেরা যা করছেন, তা বুঝতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হবে।’ শুধু তার কাজের ক্ষেত্রে নয়, ব্যক্তি জীবনে পশ্চিমা ধরনের চালচলন, পোশাক-পরিচ্ছদ, ভবঘুরে স্বভাব তার সম্পর্কে একটি মিথ তৈরি করেছিল। এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রদর্শন করে গুগল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাস্কর

২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ