Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আর্থিক প্রতিষ্ঠানের পদে ৬৫ বছরের বেশি নয়

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

এতোদিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়া অন্যান্য পদে ৬৫ বছরের বেশি বয়সের কর্মকর্তারাও চুক্তিভিক্তিতে চাকরি করতে পারতেন। এখন আর পারবেন না। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বয়স ও নিয়মিত কর্মকর্তা/কর্মচারিদের অবসর গ্রহনের বয়সসীমা নির্ধারণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানে ৬৫ বছর অতিক্রান্ত কোন ব্যক্তি চুক্তিভিত্তিক পদে নিয়োজিত বা বহাল থাকতে পারবেন না। তবে, পরামর্শক ও উপদেষ্টা পদে বিশেষ প্রয়োজনে ৬৫ বছরের উর্ধ্বের কোন ব্যাক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ অথবা বহাল রাখা যাবে। এছাড়া নিয়মিত কর্মকর্তা/কর্মচারিদের অবসর গ্রহনের বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য অবসরের বয়স বিষয়ক বিধি-বিধানের সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য সকল আর্থিক প্রতিষ্ঠান তাদের নিয়মিত কর্মকর্তা/কর্মচারীদের অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক প্রতিষ্ঠানের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ