পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : পবিত্র রমজানে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে প্রতিষ্ঠানগুলোর অফিস বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজানের এ দাফতরিক সময়সূচি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কার্যত সব ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এরমধ্যে ব্যাংকগুলোয় সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। এরমধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময়ে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। একই সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে। প্রসঙ্গত, হিজরি শাবান মাস শেষে চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৭ জুন থেকে রোজা শুরু হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।